• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বঙ্গভবনে এনপিপি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২, ০৬:২৬ পিএম
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বঙ্গভবনে এনপিপি

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন বিষয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে অংশ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।

বুধবার (১২ জানুয়ারি) বিকেল ৫টা ৩৫ মিনিটে দলটির সাত সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে প্রবেশ করে।

এনপিপি চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালুর নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদলে মহাসচিব মুক্তিযোদ্ধা মো. আবদুল হাই মন্ডলসহ আরও পাঁচ সদস্য রয়েছেন।

এর আগে নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গত ২০ ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি।

এ পর্যন্ত ২০টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছেন রাষ্ট্রপতি। চলমান সংলাপের অংশ হিসেবে আজ যোগ দেয় এনপিপি।

আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হবে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। 

Link copied!